১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধুদের সঙ্গে নদীতে গিয়ে ফিরল না শিক্ষার্থী

✒️ অনলাইন ডেস্ক
নেত্রকোনার মগড়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে রবিন মিয়া (১৪) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সোমবার (২৮ জুন) বিকেলে মদন উপজেলার পরশখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান চালায়। কিন্তু টানা কয়েক ঘণ্টার অভিযানেও তার সন্ধান পায়নি তারা।

রবিন সদর ইউনিয়নের পরশখিলা গ্রামের তাজ্জত মিয়ার ছেলে। সে মদন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিবেশী শহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে রবিন। পরে বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে মগড়া নদীতে গোসল করতে যায়। সেখানে হঠাৎ পানিতে ডুবে যায় সে।

কিছুক্ষণ পরে বন্ধুরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু তার কোন সন্ধান না পেয়ে চিৎকার শুরু করে তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রাত ৯টা পর্যন্ত চালানো উদ্ধার অভিযানে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, স্কুল শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে মদন ফায়ার সার্ভিস ইউনিট ও কিশোরগঞ্জের ডুবরি দল উদ্ধার কাজ করেছে।

মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, স্কুল শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই।

উদ্ধারে কিশোরগঞ্জের ডুবরি দল ও মদন ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।

আরো দেখুন
error: Content is protected !!