১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির উঠানের পাশে জুয়ার আসর, ৮ জুয়ারি আটক

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ৮ জন জুয়ারিকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি গ্রামে একটি বাড়ির উঠানের পাশে কাঠ গাছের নিচে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ২৩ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ওয়াসিম (৪২), আলতাব আলীর ছেলে সুলমান মিয়া (২৬), হেলু মিয়ার ছেলে মো. শাওয়াল মিয়া(৪০), মৃত মজনু মিয়ার ছেলে রেনু মিয়া (৫৫), আলী আকবরের ছেলে মো. ইয়াছিন মিয়া (৪০), সুহিলপুরের কলামুড়ির আব্দুল আলীর ছেলে মো. আকিবুর রহমান (৩২), বুধল ইউনিয়নের নন্দনপুরের মৃত ইউনুছ মিয়ার ছেলে মো. আলআমিন (৩০) ও মৃত শাহাদাত আলীর ছেলে শাহাজাহান (৪০)।

বৃহস্পতিবার দিবাগত রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!