৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলি

নিউজ ডেস্ক।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে হেড মাঝিসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ক্যাম্প-৪ বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।

এই প্রসঙ্গে তিনি জানান, গুলিবিদ্ধদের মধ্যে আছেন ক্যাম্প -৪ এর হেড মাঝি মোহাম্মদ হোসেন। অন্য দুজনের পরিচয় জানা যায়নি। তাদেরকে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

উখিয়া থানার পরিদর্শক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ জন পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

আরো দেখুন
error: Content is protected !!