সাবিনা সিদ্দিকী শিবা’র -কবিতা
হাওয়াই মিঠাই
-সাবিনা সিদ্দিকী শিবা
সমুদ্রের স্রোতে ফেনায়িত জলে,
দুঃখ ধুয়ে ফেলছি।
ডাংগুলি আর বৌছি ছেড়ে,
জীবনের খেলা খেলছি।
দুরন্তপনায় বাধা ছিলোনা,
পাঠশালার দিনগুলো ।
এসব এখন কেবল স্মৃতি,
অতীতে জমেছে ধুলো।
মুতরা গাছের চাটাই বিছিয়ে,
বাঁশের ঝোপের ছায়ায়।
এক জীবন কাটিয়েছি,
হারানোর কৈশোরের মায়ায়।
আসবেনা আর ফিরে কভু,
ঘুড়ি,লাটিমের দিন।
আজ জীবনের বেলা শেষে,
ভাবছি বিরতি হীন।
রথের মেলায়, বান্মির দিনে,
খেয়েছি হাওয়ায় মিঠাই।
এসব আজ স্মৃতি হাতড়ে,
উল্লবনে ছিটাই,,,,,