সাবিনা সিদ্দিকী শিবা ‘র’ সুন্দর একটি কবিতা
“সমুদ্রে ভাসা কচুরিপানা”
সাবিনা সিদ্দিকী শিবা
বুকের ভিতর কান্নার জলে,
উপচে উঠার ঢেউ।
সমুদ্রের মতো গর্জে উঠে,
শোনেনা তো কেউ।
যাকে বেশি ভালোবাসি,
সে ছেড়ে গিয়েছে আমারে।
স্বপ্নে দেখি রোজ তারে,
সুখে আছে পরপারে,,,,,
আমি এখন বদ্ধ ঘরে,
চার দেয়ালে বন্দি
হাজার কষ্ট পোষে রেখে,
দুঃখের সাথে সন্ধি।
ছোট ছোট ঢেউয়ের যেমন,
ভাসে কচুরিপানা।
তেমন হাজার কষ্ট থাকলেও,
বলতে কাউকে মানা।
বালু চরে রোদ গায়ে,
তপ্ত রোদে আগুন।
এই জীবনে আসবেনা আর,
রঞ্জিত কোন ফাগুন।
খেলার ছলে মাটি দিয়ে,
দেখি স্বপ্নের ঘরের।
আপন মানুষ শুয়ে আছে,
অন্ধকার কবরে।
আসবেনা আর ফিরে মুখে,
মন খোলা হাসি।
বুকে মাঝে জমে আছে,
কষ্ট রাশি রাশি,,,