৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হজে গিয়ে বাংলাদেশির মৃ’ত্যু

ধর্ম ও জীবন ডেস্ক।।
হজে গিয়ে জাহাঙ্গীর কবির (৫৯) নামে এক এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুন) সৌদি আরবে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

জাহাঙ্গীরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রোববার (১২ জুন) পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

আরো দেখুন
error: Content is protected !!