৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাইকোর্ট এক আদেশে দেন কুসিক নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন -এমপি বাহার

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন প্রচারণা চালাতে পারবেন বলে আদেশে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও কাজি জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এবার কুসিক নির্বাচন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হলেন আরফানুল হক রিফাত। আর আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য।

গত ৬ জুন আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছিলেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক ওরফে সাক্কু।

ওই দিন বিকেলে কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে ওই চিঠি দেওয়া হয়।

চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণা করার অভিযোগ করা হয়।

একই সঙ্গে অভিযোগ আনা হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালানোর।

আরো দেখুন
error: Content is protected !!