২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ ফুট দৈর্ঘ্যের অজগর অবমুক্ত

অনলাইন ডেস্ক।।
বনবিভাগ কর্তৃক আবারো কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করল প্রায় ১৫ ফুট দৈঘ্যের একটি অজগর সাপ।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল প্রায় ১১টায় সাপটি অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান।

এর আগে বেশ কয়েকটি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

এদিকে, অজগর অবমুক্ত করার সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানসহ বন বিভাগের একাধিক কর্মকর্তা ও বন প্রহরীরা উপস্থিত ছিলেন।

এর পূর্বে বুধবার সকালে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগ। অজগর সাপটির ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি বলে জানা গেছে।

আরো দেখুন
error: Content is protected !!