আজ রাত ১২ টা থেকে আগামী ৩দিন কুমিল্লা সিটিতে মোটরসাইকেল চালানো বন্ধ।
নিজস্ব প্রতিবেদক।।
আগমী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা পুলিশ । ১৩ জুন রাত ১২ টা হতে ১৬ তারিখ পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় জরুরী সেবার কাজে নিয়োজিত ও কার্ডধারী সাংবাদিক ব্যতীত মোটরসাইকেল চলাচল নিষেধ করেছে।
সোমবার (১৩ জুন) কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অপরদিকে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ২০২২ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ মোটরসাইকেল চালকদের ৩০ লাখ টাকা জরিমানা করে আদায় করেছে পুলিশ।
জানা যায়, কুমিল্লা সিটি নির্বাচনে তিন হাজার ৬শ ৮ জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া ৭৫ টি চেকপোস্ট, ১০৫ টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, ৩০ টি র্যাবের টিম, অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ জন ভোটের মাঠে থাকবে।
প্রসঙ্গত আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। যার মধ্যে ৫ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আলোচনায় রয়েছে তিনজন । নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন। ভোটার আছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।
যার মধ্যে ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।