১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এক কুকুরের কামড়ে হাসপাতালে ১১ জন

✒️ মহানগর ডেস্ক 🔴
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছে।

শুক্রবার উপজেলার মহালক্ষ্মীপাড়ায় এ ঘটনা ঘটে। একই কুকুরের কামড়ে দিনের বিভিন্ন সময়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন মহালক্ষ্মীপাড়ার রত্না আক্তার, শাহীনুর, হোসনেয়ারা, নাসিমা বেগম, হারুনুর রশীদ, শাহিনুর, হারুনুর রশীদ, কোহিনূর ও বুড়িচং উপজেলার পূর্ণমতী গ্রামের আয়শা। এ ছাড়া হাবিবা নামে চার বছরের এক শিশুকেও কামড়েছে কুকুরটি। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

তাদের মধ্যে শাহীনুর, আয়শা ও হারুনুর রশীদকে কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

স্থানীয় ইউনুছ মিয়া বলেন, ‘কুত্তাডা আৎকা কী থাইক্কা বাহির হইল, দুই-তিনজনরে কামড়াইয়া আবার লুকাইয়া যায়। পরে আবার বাইর অয়। আবার কামড়ায়।’

ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন বলেন, ‘পাগলা কুকুরের কামড়ে দিনভর ১১ জন স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাদের মধ্যে তিনজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আটজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’

এদিকে আহতরা অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা নেই। এ কারণে বাইরের ফার্মেসি থেকে তাদের টিকা কিনতে হয়েছে। অথচ বিনামূল্যে তাদের টিকা পাবার কথা।

আরো দেখুন
error: Content is protected !!