১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি: জুবায়ের জুবিলী’র কবিতা -“সবাই কেবল এগিয়ে যায়”

“সবাই কেবল এগিয়ে যায়”

কবি: জুবায়ের জুবিলী

এই বসুধারে কোথাও কি আছে?
এমন কোন খোঁজ তোমার কাছে-
আমি চলে যেতে চাই সেখানে বন্ধু…
যেখানে বহমান শান্তির অমিয়ধারা,
যেখানে ঘৃণার কোন নেই বালাই,
নেই কোন বিদ্বেষ-বিরোধ,
যেখানে দৃশ্যমান স্বচ্ছ সুনির্মল আকাশ,
যেখানে কোলাহল হীন সমুদ্র উপকূল,
যেথায় আছড়ে পড়ে শুভ্র ফেনিল ঢেউ,
যেখানে চলেনা কোন যুদ্ধ বিগ্রহ,
যেখানে কাউকে ঠকাতে-
হয়না নিকৃষ্ট কুট-কৌশল,
যেখানে কেউ প্রতিযোগিতার রেসে,
চালাকি করে…ফেলে দিয়ে টেনে-
নিতে চায়না ঘৃণীত বিজয় মুকুট,
যেখানে হয়না কোন খুনখারাবি,
প্রিয়জনের ঘটেনা কোন অকাল মৃত্যু,
ঝরেনা কোন শোকের অশ্রু গড়িয়ে কপোল,
এই বসুধারে এমন কোন স্থান আছে প্রিয়?
যেখানে সবাই…কেবল এগিয়ে যায়,
এগিয়ে যায়…সবদিকে,
আরো বেশি…অনেক…বেশি ভালোবেসে।

আরো দেখুন
error: Content is protected !!