২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা ছিনতাই হওয়া ট্রাক বোঝাই চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ছিনতাই হওয়া চালবোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত রফিকুল ইসলাম বাচ্চুর ছেলে আমির হোসেন লিটন (৩০), ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে সোহেল মিয়া (২৮) ও লক্ষীপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মুরাদ (২৬)।

আব্দুর নূর জানান, চট্টগ্রাম বন্দর থেকে চাউল বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৯৩১৭) ঢাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার (৩ জুন) মধ্য রাতে ফেনী সদর এলাকায় ট্রাকচালককে মারধর করে ট্রাক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে ট্রাকচালক জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ করেন।

পরে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে গাড়িটির অবস্থান নির্ণয় করে নাঙ্গলকোট উপজেলা ঢালুয়া বাইপাস এলাকায় থেকে চালসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। এ সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!