কিছু আফগানকে আশ্রয় দেওয়ার তদবিরে যুক্তরাষ্ট্র, প্রত্যাখ্যান বাংলাদেশের
নিউজ ডেস্ক।।
কিছু আফগানকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন অনুরোধের সত্যতা স্বীকার করে বার্তাসংস্থা ইউএনবিকে ফোনে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনুরোধ পেয়েছি। আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। কিন্তু, তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছি।’
‘বাংলাদেশ ইতিমধ্যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে’ উল্লেখ করে তিনি তাদেরকে বলেছেন, ‘আমাদেরকে আর সমস্যায় ফেলবেন না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্র এ সময় জানায় তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এরপর আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।’