২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে গাড়ীচাপায় নিহত এক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের চাপায় বাখরাবাদ গ্যাস লিমিটেডের এক গাড়ি চালক নিহত হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত চালক আবদুল কাদের (৫৫) বাখরাবাদ গ্যাস লিমিটেড এর সেফটি বিভাগের পাজারো গাড়ি চালক।

তিনি কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। নিহত চালক আবদুল কাদেরের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও বাখরাবাদ গ্যাস সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে একটি ভিজিল্যান্স টিম অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে দাউদকান্দির বারাপাড়ায় যায়।

চালক আবদুল কাদের তার পাজেরো গাড়িটি থামিয়ে মহাসড়কের পাশে দিয়ে পায় হেটে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, একটি কাভারভ্যান বাখরাবাদ গ্যাসের চালক আবদুল কাদেরেরকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘাতক কাভারভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি।

আরো দেখুন
error: Content is protected !!