২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় অস্ত্রসহ আ’টক একজন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ আমির হোসেন(৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আমির হোসেন উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের মৃত মোঃ ইউনুছের ছেলে।

পুলিশ তার বসতঘরের সিলিংয়ের উপর থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো একটি দেশীয় তৈরি পাইগাণ, দুইটি রাবার বুলেট, একটি চাইনিজ কুড়াল, একটি ছুড়ি ও চাকু জব্দ করে।

বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার) এর নির্দেশনায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঝিকড্ডা গ্রামে আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তার দেখানো এবং নিজ হাতে বের করা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো একটি দেশীয় তৈরি পাইগাণ, দুইটি রাবার বুলেট, একটি চাইনিজ কুড়াল, একটি সুলেমানি ছুড়ি ও একটি লোহার চাকু জব্দ করে পুলিশ।

এ ঘটনায় আটককৃত আমির হোসেনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন,অস্ত্রসহ আটককৃত আমির হোসেনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি’।

আরো দেখুন
error: Content is protected !!