কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরের মোগলটুলি এলাকায় বিশেষ অভিযানে দুই রাউন্ড গুলিভর্তি হাতে তৈরি বিশেষায়িত একটি দোনলা পিস্তলসহ সন্ত্রাসী মো. সামছুদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরের মোগলটুলি এলাকার সামছুদ্দিনের বসতবাড়িতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. সামছুদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করে।
এসময় তার শোয়ার খাটের উপর বালিশের নিচ থেকে একটি হাতে তৈরি বিশেষায়িত দোনালা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তার সামছুদ্দিন নগরের ৫নং ওয়ার্ডের মোগলটুলির মোসলেম উদ্দিনের ছেলে। এর আগেও বেশ কয়েকবার অস্ত্র-গুলি নিয়ে গ্রেপ্তার হন তিনি।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা পিস্তলটি দেশীয় তৈরি একটি বিশেষায়িত দোনলা পিস্তল (ডাবল ব্যারেল ও ডাবল ট্রিগার)। এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।