কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃ’ত্যু
নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুর রহমান।
ঘটনার প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, মেয়েটি প্ল্যাটফর্মে বসা ছিল। ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় তিনি দৌড়ে ট্রেনের সামনে চলে যান।
এসময় স্টেশনের মানুষজন চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু ঘটনা এত দ্রুত ঘটনাটি ঘটে তাকে বাঁচানোর কোনো সময় পাননি স্টেশনের অপেক্ষমাণ যাত্রীরা।
ইনচার্জ শফিকুর রহমান জানান, ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।
রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।