২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পুকুরে জেলেদের জালে পাওয়া গেলো ভয়ংকর সাকার ফিস

নিজস্ব প্রতিবেদক।।
পুকুরে মাছের পোনা খেয়ে ফেলা দ্রুত বর্ধনশীল ভয়ংকর একটি সাকার ফিশ পাওয়া গেছে।

শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালখড়পাড় গ্রামের শফিকুল ইসলামের পুকুরে জেলেদের জালে এই মাছটি ধরা পরে।

দেখতে ভয়ংকর মাছটি ধরা পড়ার খবরে আশেপাশের গ্রামের উৎসুক মানুষজন মাছটি দেখার জন্য জড়ো হয়। কেউ বলেন এটি হাঙ্গর কেউবা বলে বাগাড় মাছ।

পুকুরের মালিক শফিকুল ইসলাম বলেন, প্রতি বছর রমজান উপলক্ষে পুকরের মাছ ধরি। আজ প্রথম রমজান। জেলেদের খবর দিয়ে সকালে পুকুরে জাল ফেলার পর মাছটি উঠে আসে। প্রথমে ভয়ংকর সাপ মনে করেছিলাম। পরে অনেকে বললো সাপ নয়। পুকুর পাড়ে তুলে আনার পর মনে হয়েছে এটি বাগাড় মাছ।

স্থানীয় যুবক রিফাত, রুবেল, শুভ, ফারুকরা জানান, মাছটির কথা শুনে দেখতে যাই। পরে গুগুল করে দেখি এটি ভয়ংকর সাকার ফিশ । এই মাছ যে পুকুরে থাকে সে পুকুরে অন্য মাছ হয় না।

কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন বলেন, সাকার ফিস চাষ নিষিদ্ধ করেছে সরকার।

কালখড়পাড়ে যে মাছটি পাওয়া গেছে এটিকে সাকার মাউথ ক্যাটফিশ বলে অভিহিত করা হয়। জেলা মৎস্য চাষীদের প্রতি আমাদের আহবান থাকবে যে পুকুর জলাশয় কিংবা নদীতে এ মাছ পাওয়া যাবে সেটিকে যেন ধ্বংস করা হয়। কারন সাকার ফিশ বা সাকার মাছ পুকুরের অন্য মাছগুলো খুব দ্রুত খেয়ে ফেলে।

আরো দেখুন
error: Content is protected !!