৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় কুড়িয়ে পাওয়া মোবাইল ফোনের ব্যাক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার কথা বলে মোবাইলের মালিককে ব্ল্যাকমেইলিং করার অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব জানায়, কুমিল্লায় টাওয়ার হাসপাতালে কুড়িয়ে পাওয়া একটি মোবাইল ফোনের ছবি ও ভিডিও নিয়ে মোবাইলের মালিকের কাছে ৬ লাখ টাকা দাবি করে।

পরে ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের নগরীর অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

আরো দেখুন
error: Content is protected !!