কুমিল্লায় ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে র্যাব
নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় কুড়িয়ে পাওয়া মোবাইল ফোনের ব্যাক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার কথা বলে মোবাইলের মালিককে ব্ল্যাকমেইলিং করার অভিযোগে দুই যুবককে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব জানায়, কুমিল্লায় টাওয়ার হাসপাতালে কুড়িয়ে পাওয়া একটি মোবাইল ফোনের ছবি ও ভিডিও নিয়ে মোবাইলের মালিকের কাছে ৬ লাখ টাকা দাবি করে।
পরে ভুক্তভোগী র্যাবের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের নগরীর অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে র্যাব।