কুমিল্লায় মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্ট নিশ্চিতপুর ২নং গেইটের মৈশান বাড়ির জামে মসজিদে যোহরের নামাজ আদায়রত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত্যুবরনকারী মুসল্লির নাম মোতালেব হোসেন (৬৫), সে নিশ্চিতপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে এবং প্রবাসী সাদ্দাম ও সোহেল রানা পিতা।
মৃত মোতালেবের ভাতিজা সাজ্জাদ আকবর জানান, শনিবার মাহে রমজানের ৫ম দিনে রোজা রেখে প্রতিদিনের ন্যায় বাড়ীর পাশে যোহর নাজাম আদায় করতে যায় তিনি।
পাশে নামাজরত আরেক মুসল্লি সোলাইমান জানান, তিনি আমাদের সঙ্গে যোহরের ৪ রাকাত সুন্নত আদায় করে। পরে ইমামের সঙ্গে জামায়াতে ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত করেন এবং ১ রাকাত ফরজ নামাজ শেষ করে ২য় রাকাতের সময় মোতালেব হোসেন মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় তিনিসহ অন্য মুসুল্লিরা মোতালেবকে হাসপাতালে নেয়ার চেষ্টা করে, কিন্তু এর পূর্বে তিনি মারা যান।
মোতালেব হোসেন এর চাচাত ভাই ওনার স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা শনিবার রাত সাড়ে ১০ টায় ক্যান্টনমেন্ট নিশ্চিত পুর ২নং গেইটের মৈশান বাড়ির জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থান লাশ দাফন করা হয়েছে।