[gtranslate]
৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার বাখরাবাদ ফেন্সিডিল ও ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

স্টাফ রিপোর্টারঃ
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বাখরাবাদ মোড় এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ মোঃ মেহেদী হাসান (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।রবিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাখরাবাদ থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ মেহেদী হাসান কুমিল্লা নগরীরর গিলাতলী পশ্চিমপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!