কুমিল্লায় অনিয়মে বন্ধ ৪ হাসপাতাল
নিজস্ব প্রতিনিধি।।
অনিয়মের দায়ে কুমিল্লার চারটি হাসপাতাল বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার দিনভর অভিযান চালিয়ে সমস্যা চিহ্নিত করে হাসপাতালগুলো বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
বন্ধ করা হাসপাতালগুলো হলো- কুমিল্লা নগরীর সদর হাসপাতাল পাশের ফেয়ার কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টার, চৌদ্দগ্রামের গুণবতী বাজারের হেলথ মেডিকেল সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অনিবন্ধিত এবং সরকারি নির্দেশ উপেক্ষা করে যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা থাকবে সেগুলোতে অভিযান চালানো হবে। যেগুলো বন্ধ করা হলো, সেসব আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে খোলার অনুমতি পাবে।