কুমিল্লায় ট্রাকচালক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক।।
২০০৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক ড্রাইভার জয়নাল আবেদীন হত্যা মামলায় আহসান উল্যাহ ও মো. হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় অপর আসামি মো. শামসুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
একইসঙ্গে মৃত্যুণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মামলার রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার। তবে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই মামলা চলাকালে জামিনে গিয়ে পলাতক।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার জানান, ২০০৬ সালের ২০ জুন চৌদ্দগ্রামে ট্রাক লুট করার সময় চালক জয়নাল আবেদীনকে খুন করা হয়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তের পর বিভিন্ন স্থান থেকে আসামি আহসান উল্যাহ, মো. হোসেন ও মো. শামসুল হককে গ্রেফতার করে পুলিশ।
আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্যপ্রদান করে। ২০০৭ সালে ১ মার্চ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।
আইনজীবী আরও জানান, আসামিরা মামলা চলাকালীন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।