২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বেশি দামে মুরগি বিক্রি করায় ৫ দোকানির জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মূল্যতালিকা না থাকা ও বেশি দামে মুরগি বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ আগস্ট) দুপুরে নগরীর টমছম ব্রিজ কাঁচা বাজারের এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে কুমিল্লায় বাজার তদারকি অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে শনিবার টমছম ব্রিজ কাঁচা বাজারের অভিযান চালানো হয়।

এ সময় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না ঝুলানো, ইচ্ছামত দামে মুরগি বিক্রি ও পরিমাপে কম দেওয়ায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে ইনসাফ ব্রয়লার হাউজকে দুই হাজার টাকা, মোতালেবের মুরগির দোকানকে দুই হাজার টাকা, রাত্রী ব্রয়লার হাউজকে চার হাজার টাকা, রবিউলের মুরগির দোকানকে দুই হাজার টাকা, চিংড়িতে ক্ষতিকারক জেলি মেশানোর দায়ে বিন্দু মিয়ার মাছের দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কুমিল্লার নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো দেখুন
error: Content is protected !!