২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

রবিবার ( ২২ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়।

এ সময় আর্দশ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব সাবেরা আক্তার, কুমিল্লা জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাখাওয়াত হোসেন (রুবেল), ডেপুটি কালেক্টর (রাজস্ব) কানিজ ফাতেমা ও সদরের সহকারি কমিশনার মৌসুমী আক্তার।

এছাড়া এ অনুষ্ঠানে সার্ভেয়ার মো: ইব্রাহিম, নাজির মো: আবুল বাসার উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জেলা পর্যায়ে সততা ও কর্মদক্ষতা দিয়ে যারা কর্মক্ষেত্রে ভাল অবদান রেখেছেন তাদের পুরস্কৃত করা হয়।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) তিতাসে কর্মরত এ কে আবু নওশাদ ,শ্রেষ্ঠ কানুনগো হয়েছেন দেবিদ্বারে কর্মরত মো: নুরুজ্জামান, শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন এলএ শাখার মো: জামাল হোসেন, শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হয়েছেন বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নে কর্মরত রতন চন্দ্র কর্মকার, শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা হয়েছেন চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নে কর্মরত সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারি সেটেলমেন্ট অফিসার নির্বাচিত হয়েছেন হোমনা উপজেলায় কর্মরত রফিক উদ্দিন আহম, শ্রেষ্ঠ উপ-সহকারি সেটেলমেন্ট অফিসার নির্বাচিত হয়েছেন বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলায় কর্মরত মো: হাফিজুর রহমান খান, শ্রেষ্ঠ সেটেলমেন্ট সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন কুমিল্লা জোনের মো: কাউছার আলম।

আরো দেখুন
error: Content is protected !!