২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় সম্পত্তির জন্য বাবাকে মারধরের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ডের সুজানগর এলাকার ব্যবসায়ী মো. মাহে আলমকে মারধর করে তার মেঝ ছেলে রাসেল আহমেদ (৩২)।

বাবাকে নির্যাতনের ভিডিওটি গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে অভিযুক্ত সেই ছেলেকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. ফারুক আহমেদ বাসায় দেখতে যান মাহে আলমকে। এ সময় আগামীতে যেকোনো প্রয়োজনে তার পাশে থাকার ঘোষণা দেন।

কিন্তু ছেলের নির্যাতনে গুরুতর আহত বাবা মাহে আলম কোনো মামলা না দিয়ে উল্টো পুলিশের কাছে অনুরোধ করেন ছেলেকে ছেড়ে দিতে।

নির্যাতনের শিকার বাবা বলেন, ছেলে তার ভুল বুঝতে পেরেছে। আমার পায়ে ধরে মাফ চেয়েছে। তাই মাফ করে দিয়েছি। রাসেল আগে অনেক ভালো ছিল। আগামীতে এই কাজ আর করবে না।

কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. ফারুক আহমেদ বলেন, পিতাকে নির্যাতনের ভিডিওটি বাংলাদেশ পুলিশের আইজিপি’র স্ত্রী ও পুনাক সভানেত্রীর নজরে আসে।

পরে তিনি আমাকে বিষয়টি খোঁজ নিতে বলেন এবং মাহে আলমের জন্য উপহার পাঠান। বৃদ্ধ মাহে আলমকে বাসায় দেখতে গিয়ে সান্তনা দিয়েছি ও আইজিপি’র স্ত্রীর দেওয়া উপহার তার হাতে তুলে দিয়েছি।

আরো দেখুন
error: Content is protected !!