২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক ২৫

মনোয়ার হোসেন,
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ নিজ থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় গত ৪৮ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, জিআর সাজা এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, সোমবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ৪৮ ঘন্টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমার নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ৮৫ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

এছাড়া জিআর, সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আরো ২০ জন আসামীকে আটক করেছে।

আটককৃতরা হলো উপজেলার পৌরসভাধিন লক্ষীপুর গ্রামের ফটিক মিয়ার ছেলে ফারুক হোসেন, কাশিনগরের পূর্ব কাশিপুরের মৃত বুলু মিয়া ছেলে মো: রুবেল, উজিরপুরের ঘাসিগ্রামের মোখলেছ মিয়ার ছেলে মো: বিল্লাল, জগমোহনপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে মো: ইদ্রিস, কালিকাপুরের জামপুর গ্রামের আতর ইসলামের ছেলে হুমায়ুন কবির, বদরপুর গ্রামের আবুল মিয়ার ছেলে মো: ইমন, সোনাপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হোসেন, একই গ্রামের আবুল কাশেমের ছেলে মাসুম, শ্রীপুরের গোপালনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: খলিল, ঘোলপাশার আমানগন্ডা গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন, শালুকিয়া গ্রামের মোস্তফার ছেলে সাইফুল ইসলাম সোহেল, গুজরা গ্রামের আব্দুল মজিদের ছেলে মুজিবুল হক, মুন্সীরহাটের বারাইশ গ্রামের আব্দুস সোবহানের ছেলে ইসরাফিল, বাতিসার দূর্গাপুর গ্রামের আলী মিয়ার ছেলে সোহেল রানা, বাতিসা গ্রামের মোক্তার হোসেনের ছেলে চাষী মিয়া, চিওড়ার নোয়াপুর গ্রামের আলী মিয়ার ছেলে পিন্টু, চরপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে জাহিদ, রামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল মজিদ, জগন্নাথদীঘির আতাকরা গ্রামের মৃত সেলিম চৌধুরীর ছেলে মো: সোহেল, একই গ্রামের দুলাল মিয়ার ছেলে মো: নবী, ইসমাইল হোসেনের স্ত্রী খাদিজা আক্তার নিলা, গুনবতী গ্রামের শামসুল হকের ছেলে মীর হোসেন, আলকরার সোনাইছা গ্রামের আলী নেওয়াজের স্ত্রী মাফিয়া খাতুন, কেন্দুয়া গ্রামের সালেহ্ আহাম্মদের ছেলে সেলিম, বরিশাল জেলার উজিরপুর থানার মাতবরশী গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে ফারুক হোসেন।

আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা জানান, মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পরে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত এবং মাদকসহ গ্রেফতারকৃত ২৫ জন আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে চৌদ্দগ্রাম থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন
error: Content is protected !!