[gtranslate]
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীতে মাইক্রো চালকের ইটের আঘাতে অপর চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।
কুমিল্লা নগরীর মোগলটুলীতে পলিন নামে এক মাইক্রোচালকের ইটের আঘাতে লিটন নামে আরেক চালক নিহত হয়েছে।

ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত লিটন নগরীর গয়াম বাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। পলিন ও লিটন সম্পর্কে চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলিন পলাতক রয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা প্রেসক্লাব সংলগ্ন রেন্ট-এ কার স্ট্যান্ডে পলিন ও লিটন নামে দুই গাড়ি চালকের মধ্যে ভাড়া নিয়ে তর্কাতর্কি শুরু হয়।

এর এক পর্যায়ে পলিন একটি ইট দিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লিটনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে রাত সাড়ে ৮টায় তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে পলিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো দেখুন
error: Content is protected !!