[gtranslate]
১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীর বাদুরতলা, নিউমার্কেটের তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।

তিনি জানান, বুধবার কুমিল্লা মহানগরীর স্টেডিয়াম মার্কেট, বাদুরতলা ও নিউমার্কেট এলাকার ইলেকট্রনিক্স শো রুম, নিত্যপণ্যের বাজার ও হোটেলে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ করায় বাদুরতলা এলাকার সুরভী স্টোরকে ৩ হাজার টাকা, একই অভিযোগে উৎসব বেকারি এন্ড সুইটসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অপরদিকে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে নিউমার্কেট এলাকার আরিফ হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো দেখুন
error: Content is protected !!