কুমিল্লা বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘মরদেহ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে। এ ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের সঙ্গে কথা বলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান নেয়া হয়েছে।’
কুমিল্লার সদর উপজেলায় স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পঞ্চম শ্রেণির তিন ছাত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার বিজয়পুর এলাকা লেভেলক্রসিংয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই তিন ছাত্রী ট্রেনে কাটা পড়ে।
নিহত ছাত্রীরা হলেন, মিম, তাসফিয়া ও রিমা আক্তার। তাদের সবার বাড়ি পাশের দূর্গাপুর গ্রামে।
এ তথ্য নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দীন খন্দকার।
তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ওই শিক্ষার্থীরা। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।’
এ দিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ও বিক্ষুব্ধ জনতা পাশের আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ স্থাপনে আশ্বস্থ করলে তারা অবরোধ তুলে নেয়।
স্থানীয়রা জানান, মূল লেভেলক্রসিং থেকে একটু দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই শিশু হওয়ায় লাইন পারাপারের সময় তারা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়ে।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঠিক কী কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছি।’
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাশীষ ঘোষ বলেন, ‘সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।’
কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘মরদেহ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে। এ ছাড়া পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের সঙ্গে কথা বলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান নেয়া হয়েছে। পরে সদস্যদের নাম জানানো হবে।’
এ সময় উপস্থিত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ বলেন, ‘এটি খুবই হৃদয়বিদারক একটি ঘটনা। নিহত শিশুদের তো আমরা ফিরিয়ে দিতে পারব না, তবে তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা থাকবে।’