কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় পথচারী নারীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহারা বেগম (৭০)। সে সুয়াগাজী এলাকার ভাটপাড়া গ্রামের মৃত মুনাফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে সয়াগাজী রাজারের দিকে যাচ্ছিল এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পাড়াপাড়ের সময় ঢাকামুখী গ্রীণ লাইন নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। ঘাতক বাস ও চালক পলাতক রয়েছে। তবে তাকে ধরতে পুলিশ কাজ করছে।