৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) দুপুরে উপজেলার দুলালপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে জুয়েল গোয়ালঘরের বৈদ্যুতিক বাল্বের হোল্ডার সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠায়।

আরো দেখুন
error: Content is protected !!