কুমিল্লা হোমনায় রাস্তার পাশের পল্লী বিদ্যুতের তারে রড লেগে প্রাণ গেল রাজমিস্ত্রির
মহানগরনিউজ ডেস্ক।।
কুমিল্লার হোমনায় বাড়ির পাশে রাস্তায় পল্লী বিদ্যুতের তারে রড লেগে এক শ্রমিক নিহত এবং আহত হয়েছে একজন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ভাষানিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের হক মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন (৪০) উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং গুরুতর আহত ব্যক্তি একই গ্রামের রাজ মিয়ার ছেলে ফয়সাল (২০)।আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রমিক ফরিদ মিয়া জানান, লিটনসহ তারা পাঁচজন আলমপুর গ্রামের হক মিয়ার বাড়িতে রাজমিস্ত্রির কাজে যান। এদের মধ্যে লিটন ও ফয়সাল রাস্তায় রড সোজা করার কাজ করছিলেন, আমরা ছিলাম ভেতরে। হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে দেখি তারা দুজন দুদিকে ছিটকে পড়ে আছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, পল্লী বিদ্যুতের তারে রড লেগে নিহত হন লিটন। আহত ফয়সালকে ঢাকায় পাঠানো হয়েছে।