৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ার আকাশে রহস্যময় আলো

নিউজ ডেস্ক।।
হঠাৎ কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় সন্ধ্যাকাশে প্রায় ১ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী রহস্যময় আলোর দ্যুতি দেখা গেছে। এ নিয়ে মানুষের মাঝে জল্পনা কল্পনার অন্ত নেই।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কুমারখালীর নির্মাণাধীন শহীদ গোলাম কিবরিয়া (প্রস্তাবিত নাম) সেতু ও খোকসা থানা সদরের পশ্চিম পাশে বয়ে যাওয়া গড়াই নদের ওপর রহস্যময় আলোর দেখা মেলে।

অনেকে আবার ড্রোন ক্যামেরাও মনে করেছিলেন। টর্চ লাইটের আলোর মতো উজ্জ্বল এ আলোটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গিয়ে আকাশে মিশে যায়।

উৎসুক জনতা প্রথমে আলোক দ্যুতি ভেসে যেতে দেখে অন্যদের দেখানোর চেষ্টা করে। আলোটি দীর্ঘ কয়েক কিলোমিটার যাবার পর আকাশে মিলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে খোকসার ধোকড়াকোল কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান বলেন, ‘আলোটির স্থায়িত্ব ও ছবি দেখে রহস্যময় মনে হয়েছে। তবে উল্কাপিণ্ড হতে পারে।’

কুমারখালী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র মো. রাসেল হোসেন বলেন, ‘সন্ধ্যায় গড়াই নদের নির্মাণাধীন সেতুর নিচে কয়েকজন বন্ধু মিলে সেলফি তুলছিলাম।

হঠাৎ আকাশে বিস্ময়কর আলো দেখে এক মিনিট ১৮ সেকেন্ডের ভিডিও ধারণ ও ছবি তুলেছি। প্রথমে ড্রোন ক্যামেরা মনে করেছিলাম। পরে আর আলোর ঠিকানা খুঁজে পাইনি।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘বিস্ময়কর আলোর বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কারণ জানা যায়নি।’

আরো দেখুন
error: Content is protected !!