[gtranslate]
২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন লাইনচ্যুত, পড়ে গেছে ৪২ টন তেল

নিউজ ডেস্ক।।
কুষ্টিয়ার মিরপুরে লুপ লাইনে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিন সংলগ্ন তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। নিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টায় উপজেলার হালসা রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন রেল কর্মকর্তা বলেন, এ ঘটনায় কনটেইনার থেকে প্রায় ৪২ টন তেল পড়ে গেছে। উদ্ধার অভিযান চলছে। মূল লাইন ক্লিয়ার থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তিনি আরও বলেন, লুপ লাইনে দাঁড়ানোর জন্য আদেশ দেয়া ছিল তেলবাহী ট্রেনটিকে। কিন্তু আদেশ না মেনে চালক সামনের দিকে এগিয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়।

পোড়াদহ রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, ‘একটি কনটেইনারে ৪২ টন লেখা আছে। ওই কনটেইনারের সব তেল পড়ে গেছে।’ তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল জানিয়ে তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।

আরো দেখুন
error: Content is protected !!