২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

👁️নিউজ ডেস্ক ✒️
সড়কে প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রী রেহেনা বেগমকে (৩০) খুন করে গণপিটুনিতে আহত হয়েছেন স্বামী জাহাঙ্গীর হোসেন (৩৮)। মঙ্গলবার রাতে নগরীর হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকা থেকে পিটুনি দিয়ে ঘাতক স্বামীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন উপস্থিত লোকজন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জাহাঙ্গীর হোসেন (৩৮) বাগেরহাটের মোংলা থানার কেওড়াতলা গ্রামের মো. আলমগীরের ছেলে। তারা বৌ বাজার আমতল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

একমাস আগে দুবাই থেকে দেশে ফিরে জাহাঙ্গীর। দুবাইয়ে থাকা অবস্থায় স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তার মধ্যে সন্দেহ দানা বাধেঁ।

এ নিয়ে তাদের মধ্যে চলমান কলহে রেহেনা ৬ মাস আগে অভিমান করে মেয়েকে নিয়ে ভাড়া বাসায় চলে যায়। মঙ্গলবার বিকেলে তাকে আনতে যায় জাহাঙ্গীর। আসার পথে দুজনের মধ্যে ঝগড়া হলে রেহেনা ফিরে যেতে চায়।

এসময় জাহাঙ্গীর সড়কের ওপর রেহেনাকে ছুরিকাঘাত করে। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো দেখুন
error: Content is protected !!