দেশে মিললো বিরল ‘রেড কোরাল কুকরি’
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পঞ্চগড় সদরের কামাত কাজলদিঘীতে একে একে তিনটি সাপ পাওয়া গেছে, যেগুলো বিরল প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ সাপ। গত মঙ্গলবার তৃতীয় সাপটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
কামাত কাজলদিঘীর টুনিরহাট প্রধানপাড়ার মো. শহিদুজ্জামান শহিদ তার বাড়ির পাশ থেকে ওই দিন রাতে সাপটি উদ্ধার করেন। বাঁশবাগান থেকে তার বাড়ির আঙ্গিনায় আসছিল এটি।
সাপটি একদিন হেফাজতে রাখার পর বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ সাদিকের পরামর্শে অবমুক্ত করে দেন। বুধবার রাতে জেলার বোদার ঝলই শালশিরীর নতুনহাট এলাকায় এটি ছাড়া হয়।
স্থানীয়রা জানান, এর আগে জেলার দুটি এলাকা থেকে একই প্রজাতির দুটি সাপ উদ্ধার হয়েছিল। যার একটি উদ্ধারের পরে মারা যায়, আরেকটি আহত অবস্থায় উদ্ধার হয়।
তারা বলছেন, এবার আরেকটি এলাকায় এই প্রজাতির তৃতীয় সাপের সন্ধান মিললো। পঞ্চগড়ের বিভিন্ন স্থানে এই প্রজাতি সাপ দেখেন স্থানীয়রা। স্থানীয়ভাবে এটি ‘সিন্দুরী’ সাপ নামে পরিচিত।