প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কাউন্সিলর সোহেল হত্যা
মহানগর প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর সুজানগরের নিজ কার্যালয়ে খুন হন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল।
নগরীর পাথুরিয়া পাড়া এলাকার সোহেল রানা বলেন, ‘সোহেল কাকা কার্যালয়ে ঢোকার ৫ থেকে ১০ মিনিট পর সাতটি মোটরসাইকেলে করে দুবৃর্ত্তরা আসে। গুলি করতে করতে তারা অফিসে ঢোকে। প্রথমে সোহেল কাকার বুকে ও কোমড়ে গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায়ও গুলি করা হয়। অফিসের যারা ছিলেন সবাইকে গুলি করে।’
কুমিল্লা নগরীর সুজানগরের কার্যালয়ে সোমবার বিকেল ৪টার দিকে যান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল। তার অফিসে ৮ থেকে ১০ জন সেবাপ্রত্যাশী ও অনুসারী অপেক্ষা করছিলেন।
ওই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। গোলাগুলির শব্দে ঘর থেকে বেরিয়ে আসি। দেখি কয়েকজন যুবক কাউন্সিলর সোহেলকে পাজকোলা করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছেন।’