প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া প্রেম; প্রেমিকার শিলের আঘাতে মৃত্যু হয় নূরপুরের রাফির
নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর নূরপুরে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মােহাম্মদ রাফি সারােয়ার(৩০) হত্যাকান্ডের রহস্য উম্মেচন করেছে পুলিশ।
এ ঘটনায় পরকিয়া প্রেমিকা রােকসানা আক্তার (৩৪) কে আটক করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যা দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারােক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো: সোহান সরকার বলেন, রোকসানা আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়।
সে জানায়, তার স্বামী আবুল খায়ের সৌদি প্রবাসী। গত দুই বছর ধরে মােহাম্মদ রাফি সারােয়ার তার পরকিয়া সম্পর্ক রয়েছে।
গত ২৯ জানুয়ারি রাতে রোকসানাকে কল দিয়ে রাফির বাসায় নিয়ে যায়। এ সময় কথা কাটাকাটি ও বাকবিতন্ডার এক পর্যায়ে রোকসানা রাফি সারােয়ার কে পাটার পুতা দিয়ে কপালে ও মাথায় আঘাত করে হত্যা করে।
পরবর্তীতে কক্ষে তালা দিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারােক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য গত ৩০ জানুয়ারি রাতে রাফির মা বড় বোনের বাড়ি থেকে এসে তালা খুলে রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরদিন মা সৈয়দা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
আটক রোকসানা ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল খালেকের মেয়ে। সে কুমিল্লা নগরীর নূরপুর উত্তর পাড়া থাকে। এ সময় পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে।