২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের বৃহৎ জনগোষ্ঠীর ধর্ম হতে যাচ্ছে ইসলাম!

ধর্ম ও জীবন ডেস্ক।।
চলতি শতকেই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ধর্ম হবে মুসলমানদের ইসলাম। এর ফলে ২ হাজার বছর ধরে বিশ্বের সর্ববৃহৎ খ্রিস্টধর্মের পতন ঘটবে। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে মার্কিন থিংক ট্যাঙ্ক ‘পিউ রিসার্চ সেন্টার-এর এক প্রতিবেদনে।

এতে বলা হয়, চলমান একুশ শতকের শেষে খ্রিস্টধর্মের স্থান দখল করবে ইসলাম ধর্ম। ২০৭৫ সাল নাগাদ বিশ্বের বৃহৎ জনগোষ্ঠীর ধর্ম হবে এটি। ২০১৫-৬০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যার চেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে মুসলিমদের সংখ্যা।

এ বিষয়ে ২০১৭ সালে পিউ রিসার্চ সেন্টারের প্রকাশ করা দুটি নিবন্ধের বরাত দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড। তাতে বলা হয়েছে, আগামী দশকে বিশ্ব জনসংখ্যা ৩২ শতাংশ বৃদ্ধি পাবে, তার মধ্যে মুসলিম বাড়বে ৭৫ শতাংশ।

ইসলাম বনাম খ্রিস্টধর্ম, ফাইল ছবি
বিশ্বে মুসলিমদের সংখ্যা ২০১৫ সালে ছিল ১ দশমিক ৮ বিলিয়ন, যা ২০৬০ সালে বেড়ে দাঁড়াবে প্রায় ৩ বিলিয়নে।

এ ছাড়া বিশ্বে মোট জনসংখ্যার ক্ষেত্রে মুসলমানরা ২০১৫ সালে ২৪ দশমিক ১ শতাংশ থাকলেও তা ৩১ দশমিক ১ শতাংশে পৌঁছাবে। এর ফলে বিশ্বের প্রতি ১০ জনের তিনজনই হবে মুসলমান।

বর্তমানে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, এটি আগামীতে আরো বাড়বে। তবে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল বাদে প্রায় সবখানেই শতকরা হারে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে। এর মধ্যে মুসলমানদের সংখ্যা নগণ্য থাকা অঞ্চলগুলোও থাকবে।
সূত্র:২৪লাইভ নিউজপেপার

আরো দেখুন
error: Content is protected !!