বিশ্বের বৃহৎ জনগোষ্ঠীর ধর্ম হতে যাচ্ছে ইসলাম!
ধর্ম ও জীবন ডেস্ক।।
চলতি শতকেই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ধর্ম হবে মুসলমানদের ইসলাম। এর ফলে ২ হাজার বছর ধরে বিশ্বের সর্ববৃহৎ খ্রিস্টধর্মের পতন ঘটবে। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে মার্কিন থিংক ট্যাঙ্ক ‘পিউ রিসার্চ সেন্টার-এর এক প্রতিবেদনে।
এতে বলা হয়, চলমান একুশ শতকের শেষে খ্রিস্টধর্মের স্থান দখল করবে ইসলাম ধর্ম। ২০৭৫ সাল নাগাদ বিশ্বের বৃহৎ জনগোষ্ঠীর ধর্ম হবে এটি। ২০১৫-৬০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যার চেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে মুসলিমদের সংখ্যা।
এ বিষয়ে ২০১৭ সালে পিউ রিসার্চ সেন্টারের প্রকাশ করা দুটি নিবন্ধের বরাত দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড। তাতে বলা হয়েছে, আগামী দশকে বিশ্ব জনসংখ্যা ৩২ শতাংশ বৃদ্ধি পাবে, তার মধ্যে মুসলিম বাড়বে ৭৫ শতাংশ।বিশ্বে মুসলিমদের সংখ্যা ২০১৫ সালে ছিল ১ দশমিক ৮ বিলিয়ন, যা ২০৬০ সালে বেড়ে দাঁড়াবে প্রায় ৩ বিলিয়নে।
এ ছাড়া বিশ্বে মোট জনসংখ্যার ক্ষেত্রে মুসলমানরা ২০১৫ সালে ২৪ দশমিক ১ শতাংশ থাকলেও তা ৩১ দশমিক ১ শতাংশে পৌঁছাবে। এর ফলে বিশ্বের প্রতি ১০ জনের তিনজনই হবে মুসলমান।
বর্তমানে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, এটি আগামীতে আরো বাড়বে। তবে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল বাদে প্রায় সবখানেই শতকরা হারে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে। এর মধ্যে মুসলমানদের সংখ্যা নগণ্য থাকা অঞ্চলগুলোও থাকবে।
সূত্র:২৪লাইভ নিউজপেপার