কুমিল্লায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক।।
র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী থানার দক্ষিন চর্থা থেকে হত্যা মামলার এজাহার নামীয় এক নাম্বর আসামি মোঃ এমদাদ হোসেন মহিদুল(৪০) গ্রেফতার।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
গত ০২ নভেম্বর ২০২১ তারিখ রাতে আসামীরা বাদিনকে মোবাইলের মাধ্যমে জানায় তার স্বামী ভিকটিম মোঃ আরিফ হোসেন রোড এক্সিডেন্ট করে কুমিল্লা জেলার কুচাইতুলি মেডিকেল কলেজ হাসপাতালে আছে।
পরবর্তীতে ভিকটিমের বাবা-মা তার ছেলেকে দেখার জন্য কুচাইতুলি হাসপাতালে আসে কিন্তু তার ছেলে ভিকটিম মোঃ আরিফকে হাসপাতালে না পেয়ে হাসপাতালের বাইরে একটি এ্যাম্বুলেন্সে মৃত অবস্থায় দেখতে পায়।
ঘটনার সুত্রে জানা যায়, ভিকটিমকে আসামীরা পরিকল্পিতভাবে হত্যা করে রোড এক্সিডেন্ট বলে উপস্থাপন করে।
যার কারনে বাদিনী বিদেশ থেকে দেশে এসে তার স্বামীর হত্যার বিচারের জন্য কুমিল্লা কোর্টে একটি আবেদন করেন। কোর্টের আদেশে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা গত ০৮ ডিসেম্বর ২০২১ তারিখে একটি হত্যা মামলা রুজু করেন।
উক্ত মামলার আসামী গ্রেফতারের জন্য বাদিনী গত ০৯ ডিসেম্বর ২০২১ তারিখে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পে একটি আবেদন প্রদান করেন, যার প্রেক্ষিতে উক্ত হত্যাকান্ডের এজাহার নামীয় আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা একটি ছায়া তদন্ত শুরু করে মাঠ পর্যায়ে অনুসন্ধান ও ব্যাপক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উক্ত হত্যাকান্ডের এজাহার নামীয় এক নাম্বার আসামী মোঃ এমদাদ হোসেন মহিদুল(৪০), পিতা-মৃত মুকছুদ হোসেন, সাং-দক্ষিন চর্থা (বড় পুকুরপাড়), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে ১৮ ডিসেম্বর ২০২১ তারিখ রাতে কুমিল্লা জেলার দক্ষিন চর্থা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা জেলার কোতয়ালি থানার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা
হয়েছে।