বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
গাজী জাহাঙ্গীর আলম জাবির,
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
সারাদেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল, ফার্মেসি বন্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় গতকাল ৩১ মে (মঙ্গলবার) কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ১২ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নেতৃত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠুর উপস্থিতিতে বুড়িচং সদরে শেফা ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স নবায়ন না থাকায় ৫০০০/ টাকা ও সাইফুল ফার্মেসী কে লাইসেন্স না থাকায় ৩০০০/ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে মহৎ হিসেবে আখ্যায়িত করে স্থানীয় জনগণও এ ব্যাপারে স্বত:স্ফূতভাবে সহযোগিতা করছে।
উপজেলা নিবার্হী অফিসার হালিমা খাতুন বলেন, অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী ড্রাগ লাইসেন্স, বৈধ কাগজপত্র , নবায়ন না থাকাসহ মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখার বিরুদ্ধে এবং জনগণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।
তিনি জানান,স্থানীয় সর্বস্তরের জনগণ স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠু বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার গুলো চিহ্নিত করা হচ্ছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, হাসপাতালের লাইসেন্স বা কোন কাগজপত্র না পাওয়া, পরিবেশের ছাড়পত্র না থাকা ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ না থাকা সহ জনগুরুত্বপূর্ণ বিষয় গুলাও দেখা হচ্ছে।