২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে আহত কুবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
মোটরসাইকেলের বেপরোয়া গতিতে ক্যাম্পাস আঙ্গিনায়ই গুরুতর আহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মূলফটক থেকে ১০০ মিটার দূরে আনসার ক্যাম্পের সামনে এ ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থী সালমা আক্তার ঝুমু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, মেয়েটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একটি ট্রাক ও বাইক একে অপরকে ওভারটেক করতে গেলে বাইকটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ঝুম আহত হয়।

আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে প্রেরণ করা হয়।

কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল হক বলেন, দেখে মনে হচ্ছে কোমর ও মাথায় আঘাত পেয়েছে। আমরা কয়েকটি টেস্ট করতে দিয়েছি। সিভিয়ার কোন ইঞ্জুর কিনা তা আগামীকাল রিপোর্ট হাতে পেলে বলা যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ঘটনাটি জেনে মেয়েটির বান্ধবীদের সাথে যোগাযোগ করেছি। এ ঘটনার সার্বক্ষণিক খবর রাখছি।

আরো দেখুন
error: Content is protected !!