৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়া আহত ১

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবি ইউনিয়নের শালধর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতরা হামলা করে। একজন আহত হয়েছে।

এ সময় অন্তত ১৫ টি ককটেল বিস্ফোরণ করে।এ সময় পুলিশের সাথে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান জানান, সাড়ে ৯ টায় হঠাৎ করে বহিরাগতরা প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। পুলিশ নিবৃত্ত করতে চাইলে বহিরাগতরা আরো উত্তেজিত হয়। আধঘন্টা বন্ধ থাকার পর এখন ভোট গ্রহন শুরু করেছি।

স্থানীয় এক ভোটার সাইফুল ইসলাম জানান, তিনি ভোট দিতে এসেছেন। তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হওয়ায় তার হাত ও পায়ে কিছু অংশ পুড়ে যায়।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার জানান, খবর পেয়ে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো দেখুন
error: Content is protected !!