৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২জন নিহত

মহানগর নিউজ।।
কুমিল্লায় লাইমাই উপজেলায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে ​উপজেলার হরিশ্চর এলাকায় চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)।

তারা মোটরসাইকেল দিয়ে লেভেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে ধাক্কায় নিহত হন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম বলেন, একই সময় ঢাকামুখী চট্টলা এক্সপেস ও চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী হরিশ্চর লেভেলক্রসিং পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে তিনজন লেভেলক্রসিং পার হচ্ছিল।

তিনি আরও বলেন, চট্টলা এক্সপ্রেস তাদের নজরে থাকলেও বিপরীত দিক থেকে মহানগর প্রভাতী এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরো দেখুন
error: Content is protected !!