শচীন দেব বর্মনের ১১৫তম জন্ম বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় বিশ্ববরণ্য সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মনের ১১৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ( ১ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা নগরীর চর্থা এলাকায় শচীন দেববর্মনের বাড়িতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। আগামী ৩০ অক্টোবর শচীন দেববর্মনের বাড়িতে দুইব্যাপী শচীন মেলা করার প্রস্তুতি চলছে।
কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনয়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, কুমিল্লার উপপরিচালক শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন, মোঃ সোহান সরকার, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।
আরও উপস্থিত ছিলেন এড. গোলাম ফারুক, হাসান ইমাম মজুমদার ফটিক, ড. আলী হোসেন চৌধুরী, বশীর উল আনোয়ার, শাহজাহান চৌধুরী, অশোক বড়ুয়া, মোতাহার হোসেন মাহবুব প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ করেন জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ইউসুফ হাই স্কুল, যাত্রী সাংস্কৃতিক সংগঠন, পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ, কুমিল্লা সাংস্কৃতিক জোট, সংলাপ কুমিল্লা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য শচীন দেব বর্মণের জন্ম ১৯০৬ সালের ১ অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের কুমিল্লায়। তিনি ত্রিপুরার চন্দ্রবংশীয় রাজ পরিবারের সন্তান। ১৯২০ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে থেকে ম্যাট্রিক পাস করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। এরপর ১৯২২ সালে ঐ কলেজ থেকে আইএ পাস করেন।
পরবর্তীতে ১৯২৫ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পাশ করেন। গানের আঙিনায় সবাই তাকে ‘শচীন কর্তা’ বলে ডাকেন সম্মান করে।
তার হাত ধরে যেমন এসেছে অসংখ্য কালজয়ী গান তেমনি তিনি গড়ে তুলেছেন এই উপমহাদেশের অনেক বিখ্যাত গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালককে। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীত ভুবনের এই কিংবদন্তি।