২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৯৩ বছর বয়সে ফের বাঁধলেন ঘর

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পাঁচ বারের নির্বাচিত সভাপতি, কুমিল্লার ভাষা সৈনিক এডভোকেট মোঃ ইসমাইল সাহেব (৯৩) আজ বিয়ে করেছেন।

স্ত্রীর মৃত্যুর পর হয়ে পড়েছেন একা, বার্ধক্যও জেঁকে বসেছে। ছেলেমেয়েরা ব্যস্ত যার যার সংসারে। ৯৩ বছর বয়সে এসে অনেকটাই একাকী হয়ে পড়েছেন কুমিল্লার আইনজীবী মোহাম্মদ ইসমাইল হোসেন।

ছেলেমেয়েরা ভাবলেন, বাবার দেখভালের জন্য প্রয়োজন সঙ্গীর। তাই বিয়ে দিয়েছেন তার। কনে, ৩৯ বছরের মিনুয়ারা আক্তার।

তাদের বিয়ে হয়েছে সোমবার দুপুরে। নববধূকে নিয়ে সন্ধ্যায় তিনি পৌঁছান আদালত এলাকায় তার নিজ বাড়িতে।

সেখানে কথা হয় বর-কনে ও তাদের পরিবারের সঙ্গে।

ইসমাইল বলেন, ‘আমার ছেলেমেয়েরা জোর করে ধরল। তারা আমার স্বাস্থ্যের কথা চিন্তা করে দেখভালের জন্য বিয়ে করাল। আমি খুশি। আপনারা দোয়া করবেন।’

কনে মিনুয়ারা আক্তার জানান, তার বাড়ি নগরীর দেশওয়ালীপট্টিতে। সুখী দাম্পত্য জীবনের জন্য তিনি অতিথিদের কাছে দোয়া চেয়েছেন।

ইসমাইলের বড় ছেলে আইনজীবী ইসহাক সিদ্দিকী বলেন, ‘৭ বছর আগে আমার মা মাহমুদা বেগম মারা যান। বাবা একা ছিলেন। এই বয়সে আমরাও সংসারী।

‘বাবাকে দেখার জন্য একজন মানুষ প্রয়োজন। তাই আমরা ভাইবোন মিলে সম্মতি দিয়ে বাবাকে বিয়ে করিয়েছি। আমাদের আগ্রহের কারণে বাবাও খুব খুশি।’

বিয়েতে অতিথি ছিলেন কুমিল্লা জেলা বারের সভাপতি শরীফুল ইসলাম। তিনি বলেন, ‘৫০ থেকে ৬০ জন বরযাত্রী হয়ে গিয়ে বউ এনেছি। সবাই খুশি। মেয়েও এই শহরের বাসিন্দা।’

আরেক অতিথি আইনজীবী খালেদা আক্তার মিনু বলেন, ‘তাদের কাবিন হয়েছে ৫ লাখ টাকা। তার মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা উসুল দেয়া হয়েছে।’

আরো দেখুন
error: Content is protected !!