কুমিল্লায় র্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী আটক
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাজাঁসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ২ ডিসেম্বর সকালে কুমিল্লার আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ জুয়েল বেপারী (৩৭) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার মৃত নাইম উদ্দীনের ছেলে মোঃ মনির হোসেন (৩৭)।অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
অপরদিকে ২ ডিসেম্বর দুপুরে কুমিল্লার গোমতিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজকে আটক করা হয়।
আটককৃত হলেন কুমিল্লার পয়াত মধ্যপাড়া গ্রামের মোঃ রকু মিয়া ছেলে মোঃ কাইয়ুম হোসেন (২৭)।অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।