১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা “চিঠি দিও”–সালমা পারভীন

“চিঠি দিও”

সালমা পারভীন

চিঠি দিও, সেই আগের মতো,
প্রতিদিন না হোক,সপ্তাহে একটা,
কিংবা পনেরোদিন বাদে একটা।

সেই নীল খামে,যেমন পাঠাতে আগে,
ভালোবাসার সবটুকু রং মেশানো ছিলো তাতে,
ছিলো অগোছালো চাওয়া পাওয়ার সাতকাহন।
কতবার পড়েছি একটাকেই,
পড়া শেষ হলে খুঁজে বেড়াাতাম আরো কিছু।

পরম যত্নে রেখে দিতাম সবাই যেমন রাখে।
আজো কথা হয় সবার সাথে,
যোগাযোগ হয় আগের মতোই,
কিংবা, আরো সহজে পাই সবকিছু।

তবুও নস্টালজিয়ায় ভুগি,
সাদা কাগজের বুকে কালো আখ্যান,
ভালোবাসার পুঁথিপাঠ,
সেই চিঠিই যেনো জিয়ন কাঠি।

না হয় হলাম একটু সেকেলে,
ক্ষানিকটা পাগলামি ই যদি হলো,
হোকনা, কত কিছুই তো হয়,
কালের সাক্ষী হলো না হয়।
তবুও,চিঠি দিও,
প্রতিদিন না হোক,মাসে একবার,
কিংবা ছ” মাস বাদে, তবুও,,,

আরো দেখুন
error: Content is protected !!