[gtranslate]
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রা‏হ্মণপাড়ায় রেলসড়কের পাশে মিলল যুবকের লাশ

মহানগরনিউজ ডেস্ক।।
কুমিল্লায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রা‏হ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে বুধবার বিকেলে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রা‏হ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের তেতাভূমি এলাকায় রেললাইনের পাশে এক যুবকের (৩৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে ব্রা‏হ্মণপাড়া থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, যুবকের হাত-মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তাকে কেউ ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করতে পারে কিংবা সে ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

আরো দেখুন
error: Content is protected !!